1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রূপগঞ্জে ঘুড়ি উৎসব : হাজারো দর্শনার্থী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১৫০ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন
-মঙ্গলবার-৯ জুন ২০২০: গ্রামবাংলার চিরচেনা ঘুড়ি উৎসবে মেতেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জনসাধারন। তরুনদের পাশাপাশি করোনা পরিস্থিতিতে অনেকটা কর্মহীন যুব,বয়স্করাও এমন আয়োজনে যোগ দিচ্ছেন। রূপগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার বিলগুলোতে এক সময় ফসলি জমি থাকলেও এখন তা আবাসনের বালির মরুভুমিতে রূপ নিয়েছে। আর ওই বালির মাঠেই চলছে ঘুড়ি উৎসব। গত সোম ও মঙ্গলবার দুদিন ব্যাপি এমন ঘুড়ি উৎসবের দেখা মেলে রূপগঞ্জ সদর ৪নং ওয়ার্ড উত্তর ব্রাহ্মণখালী ও দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, কুলিয়াদি এলাকার বালির মাঠে।
স্থানীয় যুবলীগ নেতা আব্দূর রউফ মালূমের পরিচালনায় আয়োজিত এ ঘুড়ি উৎসব লাল আর কালো দলে দু গ্রামের ৬ জন করে খেলোয়ার নির্ধারন করেন। যে দলের ঘুড়ি বেশি কাটা যাবে সে হেরে যাবে এ খেলায় এমন নিয়মে আকর্ষণনীয় পুরস্কার রাখা হয় দুটি খাসি(ছাগল)। আর এ খেলা দেখতে ভীর করেন আশপাশের ৮ গ্রামের মানুষ। সব বয়সীদের এমন অংশগ্রহণে গ্রামের লোকজন মেতে ওঠেন উৎসবে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল হামিদ ভূঁইয়া। স্বেচ্ছাসেবী ছাত্রলীগ নেতা ফারহান আল মামুন,ছাত্রদল নেতা হাবিজুল ইসলাম ও মশিউর রূমির তত্তাবধানে লাল দলের খেলোয়ার হিসেবে অংশ নেন আমজাদ,আলতাফ,মহিজদ্দিন,ইসলাম উদ্দিন,দেলোয়ার হোসেন এবং কালো দলের পক্ষে শাহ জালাল,মেহের আলী,আব্দুর রহমান,সবুজ,রুবেল ও কামাল হোসেন। এ সময় বিজয়ী দলের মাঝে পূরস্কার হিসেবে দুটি খাসি তুলে দেন অতিথিরা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD