1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

একসঙ্গে তিন সন্তান প্রসব,বাবার কপালে চিন্তার ভাঁজ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২২৯ পাঠক

মোঃ আব্দুল কাদির | রায়পুরা প্রতিনিধি
-শনিবার-১৩ জুন ২০২০: নরসিংদীর রায়পুরায় সোনিয়া বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। শুক্রবার রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপতালে তিন সন্তানের একটি নরমালে ও দুইটি অস্ত্রপাচারে (সিজার) জন্ম হয়। তিন সন্তানের দুইটি ছেলে ও একটি মেয়ে।
পারিবারিক সূত্র জানায়,সোনিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের কৃষক জুয়েল মিয়ার স্ত্রী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, তিন সন্তানের দুই ছেলের ওজন ২ কেজি করে ও এক মেয়ের ওজন ১৮০০ গ্রাম। তাদের মায়ের শারীরিক অবস্থা ভালো হলেও তিন সন্তানের অবস্থা ভালো নয়।
নবজাতক তিনটির বাবা জুয়েল মিয়া জানায়,অন্তঃসত্ত্বা অবস্থা স্ত্রীকে কিশোরগঞ্জের ভৈরবের একটি প্রাইভেট হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। গতকাল স্ত্রীর প্রসব ব্যাথা দেখা দিলে সেখানকার ডাক্তারের পরামর্শে স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। তিন সন্তানের একটি নরমালে ও দুইটি সিজারে প্রসব হয়।
দরিদ্র কৃষক বাবা আরো বলেন,ডাক্তারা জানিয়েছে তিন সন্তানের অবস্থা ভালো নয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে হবে। কিন্তু আমার কাছে যা টাকা ছিলো সব খবচ হয়ে গেছে। তিন সন্তানের চিকিৎসার ব্যয় মেটানোর মতো অর্থ নেই বলে জানান তিনি। সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন সন্তানের মা’কে রক্ত দিতে আসা মো.শ্যামল জানায়, এই প্রথম কারো জীবন বাঁচাতে রক্ত দিলাম। তিন সন্তানে মা’কে রক্তদানের অনুভূতিটা ছিলো অসাধারণ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD