1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে মোবাইল কোর্টে সাজা প্রদান

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৯১ পাঠক

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন
-মঙ্গলবার-২৮ জুলাই ২০২০: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর চিনাদী বিলের রাস্তায় হাবিল মিয়ার বাড়ির পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই জনকে মোবাইল কোর্টে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন। জানা গেছে শিবপুর উপজেলার দুলালপুর মাছিমপুর ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে একটি স্বার্থান্বেষী মহল মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। নরসিংদী ৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন ও নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে শিবপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার মোঃ হুমায়ুন কবীর শিবপুরে বালু উত্তোলন বন্ধ করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ ৯ মাস যাবৎ শিবপুরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। কিন্তু অতি সম্প্রতি একটি কুচক্রী মহল পুনরায় রাতের আঁধারে কতিপয় লোকের যোগসাজসে অবৈধভাবে বালু উত্তোলন করার জন্য মরিয়া হয়ে উঠে । এরই অংশ হিসেবে ২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর গোপনে খবর পেয়ে তাৎক্ষণিক বালু উত্তোলনের ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে দুইজনকে আটক করেন। পরে তিনি তাদেরকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শিবপুরে বালু উত্তোলন বন্ধ করায় উপজেলাবাসী এটাকে সাধুবাদ জানালেও কতিপয় স্বার্থান্বেষী লোক তা ভাল চোখে দেখেনি। কারন তারা বালু উত্তোলন থেকে মোটা অংকের টাকা মাসিক মাসোয়ারা নিতেন।এদের মধ্যে জনপ্রতিনিধি এ অবৈধ কাজের সাথে জড়িত রয়েছেন। তাদের নির্দেশেই পুনরায় বালু উত্তোলন করতে একটি দুষ্টচক্র কাজ করছে। তাদের এ আশা ভেস্তে যাওয়ায় এলাকাবাসী আনন্দিত।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD