1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আদিয়াবাদ ইউপি উপ-নির্বাচনে নৌকায় ভোট চাইলেন এমপি পুত্র পার্থ

মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন :
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২০০ পাঠক

নরসিংদীর রায়পুরায় আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। বৃহস্পতিবার বিকালে আদিয়াবাদ ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নৌকার পক্ষে স্থানীয় নয়াচর সেরাজনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার করেন।
আদিয়াবাদ ১নং ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুর পুত্র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ। ওই সময় পার্থ আদিয়াবাদ নয়াচরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলে,আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তার সুফল সবাই পাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
নৌকার জনসভায় উপস্থিত ছিলেন, আদিয়াবাদ ইউপি উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হাজি সেলিম মিয়া। আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান, চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান হাজি নাসির উদ্দিন, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আব্দুস সাত্তার, আদিয়াবাদ ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মেম্বারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সহযোগি সংংগঠনের নেতৃবৃন্দরা।
আদিয়াবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে যাঁরা লড়বেন তারা হলেন,নৌকা প্রতীকে হাজী সেলিম মিয়া, চশমা মার্কায় আক্তারুজ্জামান ভূঁইয়া, আনারস মার্কায় মো. জামাল মিয়া ও মটরসাইকেল মার্কায় শিবলী আহমেদ। আদিয়াবাদ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯’শ ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯’শ ২১ জন ও নারী ভোটার ৮ হাজার ৭৭ জন।

? মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD