1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটের লড়াই আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৯ পাঠক

আজ চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী ও মাধবদী পৌরসভায় নির্বাচনী লড়াই। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচনে ভোট গ্রহণের ইভিএম ও নির্বাচনী সরঞ্জাম কেন্দে কেন্দ্রে পাঠানো সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সরঞ্জাম ও ইভিএম পাঠানো শুরু হয়।

প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুই পৌরসভার মোট ৫৫টি কেন্দ্রে এসব সরঞ্জাম ও ইভিএম নিয়ে যাচ্ছেন। নরসিংদী পৌরসভার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে গেছে সকালে ব্যালট পৌছানো হবে। অপরদিকে মাধবদী পৌরসভায় এই প্রথম ইভিএম এ ভোট গ্রহণ হবে। সেলক্ষে ইভিএম পাঠানো হয়েছে।

এবার নরসিংদী পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়র প্রার্থীসহ ৪৩ জন কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এখানে মোট ভোটার ৯৯ হাজার ৪ শত ৫৪ জন। এরমধ্যে পুরুষ ৪৯ হাজার ১৫৭ জন ও নারী ৫০ হাজার ২৯৭ জন।

নরসিংদী পৌরসভার মোট ৪০টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৮ জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১২টি গাড়ীতে টহলে থাকবে ৭২ জন র‌্যাব সদস্য। টহলে থাকবে ১৫০ জন বিজিবি সদস্যও। এছাড়া প্রতি কেন্দ্রে থাকবে পুলিশের ৭ জন সদস্য ও ৯ জন আনসার সদস্য। প্রতি দুটি কেন্দ্রে কাজ করবে পুলিশের একটি মোবাইল টিম। প্রতি ৪ থেকে ৫টি কেন্দ্র নিয়ে দায়িত্বে থাকবে পুলিশের উচ্চক্ষমতাসম্পন্ন একটি স্ট্রাইকিং ফোর্স।

এদিকে মাধবদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন মেয়র প্রার্থী, ৩৪ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এখানে মোট ভোটার ৩২ হাজার ৪ শত ৮৩ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন।
এবারই প্রথম ইভিএম এ ভোট দেবেন এই পৌরসভার ভোটাররা। মোট ১৫টি কেন্দ্রের ১০২টি ভোট কক্ষে ইভিএম এ ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD