1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

লকডাউনে কল-কারখানা ও দোকানপাট খোলা রাখার দাবি মাধবদীর ব্যবসায়ীদের

- মোঃ আল-আমিন সরকার | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৯৪ পাঠক

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রমজানের শুরুতে সরকার ঘোষিত সম্ভাব্য লকডাউনে কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছেন প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত শিল্পশহর মাধবদীর ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুরে মাধবদীর রমনী কমিউনিটি সেন্টারে মাধবদী থানা পুলিশের আয়োজনে ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মাধবদী থানা পুলিশের মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এ দাবি জানান।
“আমরা আছি আপনাদের পাশে’ মানবিক পুলিশের চোখে জনতার আকাক্সক্ষা লেখা থাকে” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আশরাফুল আজীম বিপিএম।

অনুষ্ঠানে পুলিশ সুপার আশরাফুল আজীম বিপিএমকে মাধবদী থানার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ও থানার পুলিশ সদস্যরা। এতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগরের সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী পৌর সভার সাবেক মেয়র ও মাধবদী বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, বাংলাদের দলিল লেখক সমিতির সভাপতি নুর আলম ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাট্রির সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব মোশাররফ হোসেন সিআইপি, রমনী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন সিআ্ইপি, মাধবদী কমিনিউটি পুলিশের সভাপতি ও সুখায়ুর চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ব্যাংকার,সাংবাদিক সুধীজনরা।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদীতে প্রায় পাঁচ হাজার শিল্প কারখানাসহ দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার বাবুরহাট এখানে অবস্থিত। লকডাউনে সবচেয়ে বেশি এখানকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে তারা বলেন, এখানকার ব্যবসায়ীরা সারাবছর লোকসান গুণেও রমজান মাসে তা পুষিয়ে নেয়ার জন্য সারাবছর অপেক্ষা করেন। করোনার প্রথম ঢেউয়ে এখানকার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একইভাবে এবারেও রমজান মাসের শুরুতে এখানে লকডাউন কার্যকর হলে অনেক ব্যবসায়ীকেই পথে বসতে হবে। তাই জীবনের চিন্তার পাশাপাশি জীবিকার প্রয়োজনে লকডাউনের সময় বাবুরহাট, মাধবদীতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানা খোলা রাখার সুযোগ দেয়ার জন্য পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। ব্যবসায়ীরা আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে চলতি বছরে প্রথম ধাপের লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার। সেই বিবেচনায় ব্যবসায়ীদের বাঁচাতে পুনরায় আসছে ঈদুল ফিতরকে ঘিরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ চান মাধবদীর ব্যবসায়ীরা। এসময় ব্যাংক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মাধবদীর ব্যাংক গলিতে সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশের নজরদারী বাড়ানোর আহ্বান জানান ব্যাংক কর্মকর্তারা
ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনায় যেকোনো পরিস্থিতিতে মাধবদীতে জীবন ও জীবিকার তাগিদে ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সুযোগ দেয়ার আশ্বাস দেন।
– মোঃ আল-আমিন সরকার | নরসিংদী প্রতিদিন-



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD