1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুর সরকারি ড্রেন ভরাট করে জলবদ্ধতার সৃষ্টি অভিযোগ এলাকাবাসীর

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন :
  • প্রকাশের তারিখ | রবিবার, ৬ জুন, ২০২১
  • ২২১ পাঠক

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে সরকারি ড্রেন ভরাট করে জলবদ্ধতার সৃষ্টি, অভিযোগ এলাকাবাসীর। ড্রেন বন্ধ করে দেওয়ায় ফসলী জমি,বশত বাড়ী,পুকুর ও পারিবারিক কবরস্থান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ১২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করছেন এলাকাবাসী।

অভিযোগের বিবরণে জানা যায়, বাড়ৈগাও মধ্যপাড়া নতুন মসজিদের দক্ষিণ পার্শ্ব দিয়ে পানি নিষ্কাশনের সরকারি ড্রেন (আর,সিসি পাইপ) ছিল। উক্ত পাইপ দিয়ে রাস্তার পশ্চিম পাশের প্রায় ১৫০ বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে আসছে। কিছু দিনপূর্বে ড্রেনের পাশের জমি ক্রয় করে মাটি ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, ওসমান মিয়ার ছেলে আরমান ও কাদের মিয়া, মৃত আবদুল বাতেন মিয়ার ছেলে নজরুল ইসলাম এবং মৃত মানিউল্লার স্ত্রী আনোয়ারা বেগম।

জলাবদ্ধতার কারণে ভেসে গেছে পুকুরের মাছ গেছে।তলিয়ে গেছে বিভিন্ন ধরনের ফসল। পানি বন্দি রয়েছে কয়েকটি পরিবার। এতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষক ও মাছ চাষীদের৷ ফলে ড্রেনটি খুলে পানি চলাচলের ব্যবস্থা নিতে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে করেছেন ক্ষতিগ্রস্তরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিন তদন্ত করে আমাকে জানাবেন। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

📝 শেখ মানিক | নরসিংদী প্রতিদিন



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD