
![[ জননন্দিত মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক ও কামরুজ্জামান কামরুল]](http://www.narsingdipratidin.com/wp-content/uploads/2016/11/Mosarrof-Kamrul.jpg)
[ জননন্দিত মাধবদীর পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক ও নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল]
নজরুল ইসলাম,নরসিংদী প্রতিদিন: মাধবদী পৌরসভা ও নরসিংদী পৌরসভার দুইজন, জননন্দিত মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক ও কামরুজ্জামান কামরুল। দুই পৌরবাসী এ দুই মেয়রের কাছে নান্দনিক সেবা প্রত্যাশি, ইতোমধ্যো নরসিংদীর পৌর মেয়র নরসিংদী পৌরসভাকে মায়াময় সুন্দর শহর গড়ে তুলে পৌরবাসীর প্রশংসার খ্যাতি অজর্ন করেছেন, আর মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক স্বল্প সময়ে ব্যাপক উন্নয়ন মূলক কমর্কান্ড করে অনেক প্রশংসা কুড়িয়েছেন এখন মাধবদীতে একটি ক্ষেতাব পেয়েছেন, মাধবদীর ফাটা কেষ্ট। এ লেখনিটি কোন ব্যাক্তি বা মাধ্যম কে খুশি কিংবা তেল মারার জন্য নয়, একটু চোখ ঘুরালেই বাস্তবে তার প্রমান মিলবে।
লেখক: নজরুল ইসলাম,বিজয় টিভি জেলা প্রতিনিধি নরসিংদী।