লক্ষণ বর্মন, নরসিংদী: নরসিংদীর পলাশে স্কুল কেবিনেট নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। আজ সকাল ১১টার দিকে উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভ শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রতিবাদ সভা করে শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ছাদেক সহ সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা হামলাকারীকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান।
উল্লেখ্য, গত ৩০ মার্চ অত্র বিদ্যালয়ের কেবিনেট নির্বাচনে প্রভাব বিস্তার করতে গিয়ে জিনারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তাঁরা মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী সহকারী শিক্ষক সেজান মাহমুদকে অতর্কিত হমলা করে মারধোর করে। এরই প্রেক্ষিতে আজ প্রতিবাদ ও বিচারের দাবীতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।