নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নব-নির্বাচিত জেলা কমিটি, সদর উপজেলা কমিটি ও শহর কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নরসিংদী জেলা শাখার নব-নির্বাচিত কমিটি’র উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নরসিংদী জেলা শাখার সভাপতি শ্রী সতেন্দ্রনাথ মোদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রধান সমম্বয়কারী শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, নরসিংদীর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শ্রী সূর্য্যকান্ত দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শ্রী অহিভূষন চক্রবর্ত্তী, বীরমুক্তিযোদ্ধা শ্রী প্রবীত্র রঞ্জন দাস, এনটিভির স্টাফ রিপোটার শ্রী বিশ্বজিৎ সাহা, একুশের টিভির জেলা প্রতিনিধি শ্রী মাখন দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি শ্রী কিশোর বর্মন। এসময় আরো উপস্থিত ছিলেন, চ্যানেল২৪ এর স্টাফ রিপোটার সঞ্জিত সাহা, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি সুমন রায়, পরিবর্তন.কম’এর জেলা প্রতিনিধি লক্ষন বর্মন, তন্ময় দাস তনু সহ হিন্দু সমাজের গণ্যমান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুব্রত কুমার দাস।
লক্ষন বর্মন, নরসিংদী