নরসিংদী প্রতিদিন: নরসিংদীর রামকৃষ্ণ আশ্রমের ভূমিদাতা শ্রী গুরুদাস দে’র মহাপ্রয়াণ স্মৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত। আজ দুপুরে আশ্রম প্রাঙ্গনে শ্রীরামকৃষ্ণ আশ্রম কমিটির উদ্যোগে এই সভা আয়োজন করেন। নরসিংদী শ্রীরামকৃষ্ণ আশ্রম এর অছি পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, অধ্যক্ষ শ্রী মৎ ধ্রুবেশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ শ্রী মৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ, চাঁদপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ শ্রী মৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ এবং নরসিংদী শ্রীরামকৃষ্ণ আশ্রম এর কার্যকরি কমিটির সভাপতি ডা: আর.কে মল্লিক ।
এসময় বক্তারা শ্রীগুরুদাস’র স্মৃতিচারণ করেন। তিনি একজন সংসার ত্যাগী মানব ছিলেন তাই সর্বক্ষন আশ্রমেরই পড়ে থেকে ঠাকুরকে ভালবাসতেন। বক্তারা আরো বলেন যে সংসার মায়া ত্যাগ করে ঠাকুরের চরণে জীবনকে উৎর্সগ করেন তার জীবনের দাম একটি সাধারণ মানবের চেয়ে অধিক মূল্যবান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শ্রী মৎ স্বামী গুরুসেবানন্দ মহারাজ, শ্রী মৎ স্বামী বেদময়ানন্দ মহারাজ, শ্রী মৎ স্বামী ভবানীক্ষানন্দজী মহারাজ, শ্রী মৎ স্বামী রমাকান্তানন্দ মহারাজ, শ্রী মৎ স্বামী দিব্যযোগানন্দ মহারাজ, শ্রী মৎ স্বামী কল্পোশানন্দ মহারাজ, ও গোপালদী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি জয়রাম ব্রহ্মচারী সহ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের বিভিন্ন কেন্দ্রের পূজনীয় সন্ন্যাসীবৃন্দ।
# লক্ষন বর্মন