মোমেন খান, শিবপুর, নরসিংদীঃ শিবপুর উপজেলায় লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০মে বিকাল ৩টায় নরসিংদী শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপত্বিত করেন কর কর্মকর্তা ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ও অত্র বিদ্যালয়ের সভাপতি আতাহার আলী খান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দুজ্জামান, আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আসাদ্দুজামান (আসাদ)ও নাসির উদ্দিন সরকার, জেলা সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি হাসিবুল আলম বুলু, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি হাফিজ আহমদ সরকার সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বলেন উন্নতশীল ও ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে মেয়েদেরকে শিক্ষিত হতে হবে, উন্নত জাতিগঠনে মেয়েদের ভুমিকা অপরিসীম। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়েদের শিক্ষার মানউন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশে কাজ করে যাচ্ছেন, বিনামূল্যে ডিগ্রি অর্জনের ব্যবস্থা করেছেন। তাছাড়াও শিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, নতুন একাডেমিক ভবন স্হাপন, প্রাথমিক শিক্ষার ভিত স্হাপনসহ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবার স্হান তৈরি করছেন।এমপি অভিবাবকদের উদ্দ্যেশে বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, আপনাদের ছেলে-মেয়েরা কখন কি করছে কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে।