লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন: নরসিংদীর পৌর এলাকা কুমিল্লা কলোনী এলাকা হতে রুবেল(২৩)নামে এক ব্যক্তিকে একটি বিদেশী শর্টগান ও ২৪ রাউন্ড তাজা গুলি সহ আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্তে এসআই সালাম ও তার সংগীয় ফোর্স সহ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে নরসিংদী পৌর শহরের কুমিল্লা কলোনীর সহিদুল ইসলাম ছেলে।
নরসিংদীর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিত্তে নরসিংদীর ডিবি পুলিশ কুমিল্লা কলোনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এবং তার সাথে থাকা একটি বিদেশী শর্টগান ও ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে একটি কার্টার ও দুইটি লোহার পেরেক তোলার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, রুবেল ডাকাত দলে সংক্রিয় সদস্য বলে আমাদের ধারনা।