লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন : নরসিংদীতে এক পাওয়ালুম শ্রমিক গনধর্ষনের শিকার হয়েছেন। এঘটনায় ৩ ধর্ষককে গনধোলাই দিয়ে পুলিশে শোপর্দ করেছে স্থানীয়রা। আজ শুক্রবার দুপুরে নারী নির্যাতনের অভিযোগে এনে ৪ ধর্ষকের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, সাটির পাড়া একটি পাওয়ারলু শ্রমিক কাজ শেষে রাত ১০টার দিকে কারখানা থেকে বাড়ী যাচ্ছিল। সে নরসিংদী নতুন বাসষ্ট্যান্ড এলকায় পৌছলে ৪ যুবক তার গতি রোধ করে। পরে তাকে জোর পূর্বক শালিধা গ্রামের একপি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে যায়। সেখানে ৫ যুবক রাতভর তাকে ধর্ষন করে। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এসময় নিযাতিতাকে উদ্ধার করে ধর্ষকদের গনধোলাই দেয়। এই সময় স্থানীয়রা ৩ জনকে আটক করলেও একজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ধর্ষককে গন ধোলাই দিয়ে পুলিশে শোপর্দ করেন।
সদর মডেল থানার ওসি তদন্ত সালাউদ্দিন বলেন, ধর্ষনের ঘটনায় নির্যাতিতা ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীতে গ্রেপ্তারের চেষ্টা চলছে।