নরসিংদী প্রতিদিন : রোটারী ক্লাব অব মেঘনা, নরসিংদীর উদ্যোগে গত ২৪ আগষ্ট “নিউ মেম্বার্স ওরিয়েন্টেশন” প্রোগ্রাম নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্র্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামে মেঘনা জোনে ব যোগদানকারী চার জন সদস্য উপস্থিত ছিলেন। নিউ মের্ম্বাস্ ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএজি পিপি মোঃ মাসুদুর রহমান মাসুদ পিএইচএফ,এমসি । অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব মেঘনা নরসিংদীর ডাইরেক্টর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ বশিরুল ইসলাম বশির ,রোটারী ক্লাব অব মাধবদীর আইপিপি মোঃ রফিকুল ইসলাম পিএচএফ, রোটারী ক্লাব অব নরসিংদীর এসিসটেন্ট গভর্ণর মোঃ নাজমূল হক ভুইয়া, রোটারী ক্লাব অব নরসিংদী রিভারসাইড এর সিপি নুরুল আমিন শেখ, আইপিপি মোঃ কবির হোসেন পিএইচএফ. এমসি প্রমুখ। ক্লাব প্রেসিডেন্ট মোঃ বেলায়েত হোসেন পিএইচএফ নতুন সদস্যদের রোটারী পিন ও ফুল দিয়ে বরণ করেন। পিপি মোঃ মাসুদুর রহমান মাসুদ ও সিপি নুরুল আমিন শেখ নতুন সদস্যদের উদ্দেশ্যে রোটারী সস্পর্কে বিশদ আলোচনা করেন এবং রোটারীর মাধ্যমে আর্তমানবতার সেবার করার একটি উত্তম স্থান তা আলোচনা করেন।বক্তাগণ বলেন যার বিত্ত ও চিত্ত দুইদিক পরিপূর্ণ তিনিই রোটারী ক্লাবের সদস্য হতে পারেন। অন্যথায় নয়। অনেকের বিত্ত আছে, কিন্তু চিত্তের অভাবে তারা সদস্য হতে পারেন না। আমরা দিতে এসেছি। আমরা আর্তমানবতার সেবায় সবসময় দিয়েই যাব। পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন সহ আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।