স্টাফ রিপোটার, নরসিংদী : নরসিংদীতে হিন্দু নির্যাতন বন্ধ, “রোহিঙ্গাদের রক্ষা সহ সংখ্যালঘুদের বাঁচানোর দাবীতে মিছিল সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যেগে নরসিংদী প্রেসক্লাবের সামনে থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রসাশকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে একটি সমাবেশ করেন। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষন চক্রবর্ত্তীর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী শিক্ষক পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত কুমার সাহা, বিজয় কৃষ্ণ গোসামী, রঞ্জন সাহা, পল্টু সাহা, সুমন সরকার সহ হিন্দু নেতৃবৃন্দ। সমাবেশের শেষে নেত্রীবৃন্দরা নিবার্হী ম্যাজিষ্টেট (এনডিসি) মো: মাসুদল হক মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করেন।