নরসিংদী প্রতিদিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষ্যে নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর কলেজ চত্ত্বরে এ আয়োজন করে ছাত্রলীগ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুুজিবের বড় সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে (২৮ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি। দক্ষিণ এশিয়াসহ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক কাজী মামুন, মেহেদী হাসান, ইসহাক খলিল বাবু, মানসুর আহমেদ, আহসানুল ইসলাম রিমন সহ অন্যান্য নেতাকর্মীরা।