লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন: আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রবিবার নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী সমাজসেবা নরসিংদী জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী, আলোচনা ও ক্রেস্ট প্রদান। বিভিন্ন কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার(রিক)। সকাল১০টায় নরসিংদী সার্কিট হাউজ থেকে বর্নাঢ্য বের নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ও র্যালীতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘ নরসিংদী সভাপতি মো. শহিদুল্লাাহ ভূঞা,প্রবীন কমিিিটর রফিকুল ইসলাম, রিক এর সিনিয়র অফিসার এজাজ আহমেদ, মুক্তিযোদ্ধা আ.লতিফ, প্রবীন হিতৈষী সংঘের সহ-সভাপতি মো. কফিল উদ্দিন মিয়া, অধ্যক্ষ আবদুর রশিদ, সাধারন সম্পাদক মো. সামসুল আরেফিন, রিক এর কোষাধ্যক্ষ আরজু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মামুদুল হাসান তাপস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীন হিতৈষী সংঘের সহ-সভাপতি মো. আবুল কাশেম সরকার।প্রধান অতিথি জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন প্রবীনরাই সবচেয়ে বেশী সম্মানী । প্রবীনদের সকল ক্ষেত্রে আগে সেবা দিতে হবে।