1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে জামায়াতের আমীরসহ ২৬ নেতা আটক, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৪৩৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন : নরসিংদীর মাধবদীতে জামায়ায়াতী ইসলামের সদর উপজেলা (দক্ষিণ) জামায়েত আমীরসহ ২৬ নেতাকে আটক করে থানায় মামলা রুজু ও বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। ৭ অক্টোবর দুপুর ১ টার দিকে মহিষাশুরা ইউনিয়নের বিবিরকান্দীস্থ ইমন গার্ডেনের একটি কমিউনিটি সেন্টারের ২য় তলায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করে মাধবদী থানা পুলিশ।
মাধবদী থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই মোঃ আরিফ হোসাইন সঙ্গীয় এসআই. এনায়েত কবির মামুন, এসআই. সুবল চন্দ্র পাল, এএস আই মোঃ শাহদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এক ঝটিকা অভিযান চালিয়ে ইমন গার্ডেনের নির্মানাধীন কমিউনিটি সেন্টারের ২য় তলা থেকে গোপনিয় সভাস্থল থেকে ২৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে এস আই আরিফ হোসাইন বাদী হয়ে ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মাধবদী থানার মামলা নং ০৬,তাং০৭/১০/২০১৭ইং আটককৃৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরন করা হয়।
পুলিশ আরো জানায়, সরকারকে বিব্রত করা ও মাধবদী এলাকাকে অস্তিশীল করার চক্রান্ত করছিল তারা। গ্রেপ্তার কৃতরা হলো ১। মোঃ আঃ জব্বার (৬৫) ( নরসিংদী সদর উপজেলা (দক্ষিণ) জামায়েত এর আমীর), পিতা- মৃত.তোরাব আলী, সাং- ছোট মাধবদী, থানা-মাধবদী, ২. মোঃ মোজাম্মেল হক (৫৩), (নরসিংদী জেলা জামায়েত এর সদস্য), পিং-মৃত.তাজুল ইসলাম, সাং- ফুলদীরটেক, থানা-পলাশ, উভয় জেলা- নরসিংদী, ৩ মোঃ আঃ আজিজ (৩৭), পিং- মৃত. রুস্তম আলী, সাং- বাহাদুুরপুর, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ৪. মোঃ আঃ হান্নান(৫২), পিং-মৃত. জিন্নত আলী, সাং-আলগী, ৫। মোঃ শফিউদ্দিন (৪৩) পিতা মৃত-নুরুল হক, সাং-বিরামপুর, ৬। মোঃ ইব্রাহিম মোল্লা (৫০), পিতা আঃ হামিদ মাষ্টার, সাং-ছোট মাধবদী, ৭। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা আঃ মোতালিব, সাং-ব্রাহ্মণডৌকাদী, ৮। মোঃ হানিফ মিয়া (৫০), পিতা মৃত-আবুল হাসেম, সাং-ছোট রামচন্দ্রদী, সর্ব থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৯। মোঃ সিদ্দিকুর রহমান (৫০) পিতা মৃত-আব্দুল কাদের, সাং-ছোট মাধবদী, ১০। মোঃ ইসমাইল (৪৩), পিতা আঃ রহিম, সাং-গদাইচর, ১১। আলহাজ¦ মোঃ জাফর উল্লাহ (৪৭), পিতা মোসলেম উদ্দিন খান, সাং-ছোট মাধবদী, ১২। খায়রুল ইসলাম (৪২), পিতা মৃত-জমির উদ্দিন, সাং-চরভাসানিয়া, ১৩। মোঃ মোয়াজ্জেম হোসেন (৫২), পিতা মৃত-আব্দুল মজিদ মিয়া, সাং-ছোটগদাইচর, ১৪। মোঃ মোসলেম উদ্দিন (৬৫), পিতা মৃত-রফিকুল ইসলাম, সাং-চরদিঘলদী, ১৫। নাসির উদ্দিন (৪৬), পিতা মৃত-ফিরোজ মিয়া, সাং-ছোট মাধবদী, ১৬। মোঃ কামরুজ্জামান (৪০), পিতা হাজী মোঃ মতিউর রহমান, সাং-মনোহরপুর, ১৭। মোঃ হেলাল উদ্দিন (৬৫), পিতা মৃত-জাফর আলী, সাং-আলগী মনোহরপুর, ১৮। মোঃ হাফিজুর রহমান (৪০), পিতা আব্দুল কুদ্দুস মিয়া, সাং-বিরামপুর, ১৯। মোঃ কবির হোসেন (৪৮) পিতা মৃত-আবু মিয়া, সাং-উত্তর চরভাসানিয়া, ২০। মোঃ ইয়াছিন মিয়া (৬৫) পিতা মৃত-হাসেন আলী, সাং-সাগরদী, ২১। আঃ সাত্তার (২৯) পিতা আলী হোসেন, সাং-ছোট রামচন্দ্রদী, ২২। মোঃ ওসমান গনি (৫৬), পিতা মৃত-বাবুল সাং-আলগী, ২৩। মোঃ সাদেকুর রহমান (৪৩) পিতা আঃ মান্নান, সাং-সাগরদী, ২৪। মোঃ নজরুল ইসলাম (৩৩) পিতা আঃ সাত্তার, সাং-ছোট মাধবদী, (আইসক্রীম ফ্যাক্টরীর পাশে) সর্ব থানা-মাধবদী, ২৫। মোঃ বেলায়েত (৪০), পিতা মৃত-রমিজ উদ্দিন, শল্যাবাইদ মনোহরদী, থানা-মনোহরদী, এ/পি সাং-ছোট মাধবদী সিদ্দিকনগর, থানা-মাধবদী, সর্ব জেলা-জেলা-নরসিংদী। ২৬। মোঃ মোহসিন (৪৮) পিতা মোঃ ইলিয়াছ, সাং-বেলতলী, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ।
এলাকাবাসী জানায় বিবিরকান্দী গ্রামের ইমন গার্ডেনের মালিক আসাদ মিয়ার কাছ থেকে প্রায় দুই বছর আগে উক্ত গার্ডেনের ২য় তালাকে তারা ভাড়া নিয়ে প্রতি মাসেই তারা সভা করে আসছিল।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD