নরসিংদী প্রতিদিন : নরসিংদী জেলার পলাশ উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে ১০ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা মৌলিক প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা আনসার ভিডিপি অফিসের মহিলা প্রশিক্ষিকা আয়েশা আক্তারের উপস্থাপনায় এ সনদপত্র বিতরণ করা হয়। চরসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, জেলা কমান্ডট্যান্ট ও আনসার ভিডিপি কর্মকর্তা জেলার (প্রধান) হাজী শাহ আহমদ ফজলে রাব্বী, ১০ দিনব্যাপী গ্রাম ভিওিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা.মোস্তাফিজুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, আনসার বিডিপি ব্যাংক পলাশ শাখা ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান, উপজেলা কোম্পানী কমান্ডার ফারুক ভূইয়া, ঘোড়াশাল পৌরসভার ওয়ার্ড দলনেতা মো: আলমগীর হোসেন, জেলা মনিটরিং মাঠর্কায অফিসার মো:নজরুল ইসলাম,।
এ সময় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, চরসিন্দুর ইউনিয়ন দল নেতা সামসুজ্জামান, ডা.আব্দুল্লাহ্ আল মামুন, দল নেএী আফরোজা সুলতানা, গ্রাম দল নেতা রুবেল খান, গ্রাম দল নেত্রী রুশিয়া বেগম, নরসিংদী প্রতিদিনের বার্তা সম্পাদক লক্ষন বর্মন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক তারেক পাঠান, প্রমূখ। আলোচনা শেষে ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণও প্রতি প্রশিক্ষনাথীদের নগদ নয়শত টাকা করে প্রদান করা হয়।