নরসিংদী প্রতিদিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক নরসিংদীর বেলাব উপজেলা সহ সারা দেশে মোট ১০ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার ১০ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদীর বেলাব উপজেলার এই উদ্ধোধন ঘোষনা করা হয়। নরসিংদীর বেলাবতে ১০০ কোটি টাকা ব্যায়ে ৬৬৫ কি.মি. জুড়ে ৪৬,১৭৮ টি সংযোগ প্রদান করা হয়েছে।
একই সময় মেহেরপুর সদর,ফরিদপুর সদর,মাদারীপুরের রাজৈর, নওগা সদর, সিরাজগঞ্জের কামারখন্দ, ব্রাক্ষণবাড়িয়ার আখাওড়া, ব্রাক্ষণবাড়িয়া সদর, মাগুরার শালিখা,নেত্রকোণার মদন উপজেলার শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , নরসিংদী ৪ বেলাব র সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা প্রশাসক ড.সুভাস চন্দ্র বিশ্বাস, জেলা চেয়ারম্যন আব্দুল মতিন ভূঞা, পুলিশ সুপার আমেনা বেগম ,জেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।