নরসিংদী প্রতিদিন: নরসিংদীর মনোহরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমীতে সাবেক শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি একডেমী প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে পুণর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পুণর্মিলনীতে একাডেমীর প্রায় দেড় হাজার সাবেক শিক্ষার্থী অংশ নেন।
শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমী পুণর্মিলনী ২০১৭ উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাড. শাহ্ আলম তুলিপের সভাপতিত্বে পুণর্মিলনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ গাজী রুহুল ইমাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান সরকার মিটুল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, শুকুন্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাদিকুর রহমান শামীম। পুণর্মিলনীর সার্বিক সহযোগিতা করেন শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। এছাড়া পুণর্মিলনী ২০১৭ উদযাপন কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পুণর্মিলনীর প্রথম পর্বে আলোচনা সভা স্মৃতিচারণ করা হয়। সাবেক শিক্ষার্থীদের মধ্যে স্কুল জীবনের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. এনামুল কবির শিমন, মো. বাসির উদ্দিন আহমেদ, ডা. আমান উল্লাহ। পুণর্মিলনীর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পি এস.ডি রুবেল, কুঁড়েঘর ব্যান্ড ও নুর আলম ফকির ওরফে নুর ফকির। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজধানীর মিডিয়া প্লাস ইভেন্ট।