রিয়াজ মুন্না,নরসিংদী প্রতিদিন: আজকাল একটি আজগুবি কথা শুনতে পাওয়া যাচ্ছে যে থানা/প্রশাসনের লোকজন ফ্রিজে দীর্ঘদিন ধরে সংরক্ষিত মাছ/মাংসের জন্য আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। নরসিংদীর মনোহরদীসহ জেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ গুজবটি ছড়িয়ে দেয়া হয়েছে।
এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট জানিয়েছেন প্রশাসন। এ বিষেয়ে কোন অভিযান পরিচালনা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ জাতীয় কোন মহলের তৎপরতা পরিলক্ষিত হলে তাউক্ষনিকভাবে থানায় যোগাযোগ করতে বলা হয়েছেও জানান প্রশাসন। সুতরাং সকলে সচেতন থাকুন,নিরাপদ থাকুন।
উল্লেখ্য গত ৪/৫ দিন যাবত ফ্রিজ ভাংচুর ও ফ্রিজে রক্ষিত মাছ মাংস নিয়ে যায় পুলিশ এমন সংবাদ লোক মুখে শুনে দেশের বিভিন্ন উপজেলার প্রতিটি মানুষের মনে আতংক বিরাজ করছে। এদিক ওদিক মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টির সত্যতা জানার চেষ্টা করছে। আবার কেউ কেউ নিজেদের ফ্রিজ থেকে রক্ষিত মাছ মাংস নামিয়ে ফ্রিজ লোকানো চেষ্টা করছে। হাট বাজারের অনেক দোকানিরা তাদের ফ্রিজ ও ফ্রিজের মালামাল নিয়ে মানুষিক ভাবে চিন্তিত হয়ে পরেছেন।