লক্ষন বর্মন,নরসিংদী প্রতিদিন: নরসিংদীতে সাংগঠনিক শক্তি আরোও বৃদ্ধির লক্ষ্যে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিনিধির সভায় বক্তব্য রাখেন, চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য এ্যাড. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল(অব) জয়নাল আবেদিন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি, সাবেক মহিলা এমপি রোকেয়া আহম্মেদ লাকি, সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহি, সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ, নরসিংদী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু ছালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপি’র সভাপতি এ.কে.এম. গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহাম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক অ্যাড. কানিজ ফাতেমা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, আব্দুর রউফ ফকির রনি, আলমগীর হাবীব, উসমান মোল্লা, হাবিবুর রহমান মিলন, শফিকুল ইসলাম স্বপনসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, জেলা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
এসময় প্রধান অথিতি বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে হলে তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐকবদ্ধ হলেই বিএনপি ক্ষমতায় আসবে। দলের তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে এই প্রতিনিধি সভা।
এসময় তিনি আরো বলেন, নেতাকর্মীদের ঐক্যের মাধ্যমে কঠিন আন্দোলনের কর্মসুচি দেওয়া হবে। আর আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ সরকারকে ক্ষমতাচুত করা হবে।