নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা মহিলা লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার দুপুরে নরসিংদী শহর ঈদগাহ মাঠে নরসিংদী জেলা মহিলা লীগের সভানেত্রী নুসরাত জাহান বুবলীর সভাপতিত্বে নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর ১ আসন থেকে বিপুল ভোটে দু'বারে নির্বাচিত সফল সংসদ সদস্য , পানি সম্পদ প্রতিমন্ত্রী, নরসিংদী জেলা আওয়ামীলীগের 'সভাপতি লেঃ কর্ণেল ( অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) ও সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী থেকে নির্বাচিত এমপি এড.হুমায়ন মজিদ, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক এমপি জহিরুল হক ভুইয়া মোহন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা-এমপি, নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র হাজী মোশারফ হোসেন প্রধান মানিক,নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, নরসিংদী শহর যুবলীগ আহবায়ক দিদারুল হক বিপ্লব ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সোহেল ভুইয়া প্রমুখ।