লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন: বস্ত্রশিল্প সমস্ত পৃথিবীর মধ্যে একটি বৃহৎ নাম বাংলাদেশ। আমরা বস্ত্র উৎপাদনে পৃথিবীর বড় খেলোয়ার। যেমন আজেন্টিনা ও ব্রাজিল মত খেলোয়ার। আমাদের তৈরী কাপড় সারা বিশ্বের প্রায় মানুষে পড়ে থাকে। বিশ্বেও অনেক দেশে আমাদের কাপড় রপ্তানি হয়। বাংলাদেশে ভাল কাপড় উৎপাদন করে তার মধ্যে নরসিংদী অন্যতম। আর কাপড়ের সর্ব শেষ্ঠ কারিগর হচ্ছে নরসিংদীর অদ্যম ব্যাবসায়ী ও শিল্পপতিরা। বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে বস্ত্রশিল্পকে সমৃদ্ধ করে নিজেদেরকেও সমৃদ্ধ করেছেন আপনারা। শনিবার সন্ধ্যায় নরসিংদী ড্রিম হলিডে র্পাকে নরসিংদী চেম্বার অব কর্মাস এর বার্ষিক সাধারন সভায় পানি সম্পদ মন্ত্রানালয়ের প্রতি মন্ত্রী লে: কর্ণেল (অব) নজরুল ইসলাম হিরু (এমপি) এসব কথা বলেন।
নরসিংদী চেম্বার অব কর্মাস এর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সাবেক এফডিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, সাবেক সিবিআইয়ের পরিচালক মোশারফ হোসেন, সাবেক চেম্বার অব কর্মাস এর সভাপতি ও নরসিংদীর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জ্রু এলাহি, মাধবদী পৌর সভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিকসহ চেম্বারের সকল পরিচালক ও সদস্যবৃন্দ।
এসময় কন্ঠশিল্পী সুবীর নন্দী গান গেয়ে আগত সকল অতিথি বৃন্দদেরকে গানের রস দিয়ে মাতালেন।
#