নরসিংদী প্রতিদিন:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান সৈয়দা ফারহানা কাউনাইন রিতা নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সদ্য যোগদান করেছেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, সাবেক গণপরিষদ সদস্য, ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম এর সুযোগ্য মেয়ে। তিনি সৈয়দ সিরাজুল ইসলাম এর ৫ম সন্তান। সৈয়দা ফারহানা কাউনাইন রিতা জনপ্রশাসন মনত্রনালেয়ের উপসচিব থেকে নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সদ্য যোগদান করেছেন।
নরসিংদী জেলার জেলা প্রশাসক হওয়ায় সৈয়দা ফারহানা কাউনাইন রিতা মহোদয়কে ‘জেলার সসর্ববৃহৎ ওয়েব পোর্টাল নরসিংদী প্রতিদিন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সেই সাথে এ জেলার সুশিল সমাজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সোস্যাল মিডিয়ায় অভিনন্দন জানান।