নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১৮: গাজীপুরের টঙ্গী থানাধীন টঙ্গী রেলওয়ে জংশন (রেলস্টেশন) এলাকায় পেশাদার ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে দেখার কেউ নেই। প্রতিদিন কারো না কারো ছিনতাইকারীর কবলে পড়ে নিঃস্ব হতে হচ্ছে। গতকাল ২৮ ফেব্রুয়ারী ‘নরসিংদী প্রতিদিন’এর বার্তা সম্পাদক লক্ষন বর্মন অল্পের জন্য ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেয়েছে। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন:
দৃষ্টি আকর্ষণ: বিমানবন্দর, টঙ্গি রেল ষ্টেশন এলাকা।
বুধবার রাত ১১ টা ২০ মি: চট্টগ্রাম মেইলটি বিমানবন্দর রেল ষ্টেশন থেকে নরসিংদীর উদ্যেশে যাত্রা করেছে চলন্ত ট্রেনের দরজায় ঝুলে জানালা দিয়ে মোবাইল ছিনতায়কারি আমার হাতে থাকা মোবাইলটি টানাটানি করছে কোন রকম কষ্টার্জিত টাকার মোবাইলটা বাচালাম। এই যদি হয় বাংলার রেল ষ্টেশনের অবস্থা মানুষ কোথায় ভ্রমন করে একটু শান্তি পাবে বলতে পারেন আইনের পোষাক ধারি ক্ষমতাবান ব্যাক্তিরা। সিসি ক্যামেরা থাকার পরও পুলিশ কেন তাদের ব্যাবস্থা নিচ্ছেনা?
তাহলে কি মনে করব আপনারাও (পুলিশ) তাদেরকে সাহস যোগানদাতা। মাশুহারা গুনেন তাদের কাছে থেকে। যদি আপনারা তাদের সহযোগিতা না করে থাকেন তাহলে বুধবার রাত ১১ টা ২০ মিনিটের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাকে ও তাদের গ্রুপকে ধরে দেখান। ধরতে না পারলে বুঝব আপনারাও তাদের লোক।