নরসিংদী প্রতিদিন ডেস্ক, শনিবার, ০৩ মার্চ ২০১৮: লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় ২শ বোতল ফেন্সিডিলসহ তোতা মিয়া (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তোতা মিয়া উপজেলার গোড়ল এলাকার মৃত একাব্বরের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরল হক জানান, শনিবার সকালে উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে ২শ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।