নরসিংদী প্রতিদিন ডেস্ক, শনিবার, ০৩ মার্চ ২০১৮: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশীদের কোনো উপদেশ প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৩ মার্চ) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় আগামী ৭ই মার্চের জনসভা সফল করার লক্ষে লিফলেট বিতরণী অনুষ্ঠানে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে বিদেশীদের কোনো চাপ নেই। আমরা গণতন্ত্র চর্চা করি। নির্বাচন নিয়ে যারা আমাদের উপদেশ দিচ্ছেন, তাদের দেশের গণতন্ত্রের কি অবস্থা তারা সেটা দেখুক। আমাদের দেশে নির্বাচন কীভাবে হবে সেটা আমরা ভালো জানি। এ নিয়ে বাইরের দেশের কিছু বলার দরকার নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।