লক্ষন বর্মন, সোমবার, ০৫ মার্চ ২০১৮: শিক্ষাবিদ, দেশবরণ্য ব্যাক্তিত্ব, বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবাল এর উপর হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদী সাংস্কৃতিক জোট। ৪ মার্চ সোমবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তুফা, রায়পুরা কলেজের উপাধ্যক্ষ হুমায়ন কবির, স্যার গিরিশ চন্দ্র সেন স্মৃতি জাদুঘরের সভাপতি শাহানুর মিয়া প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিত অংশ নিয়েছে জেলার নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় বক্তারা ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।