ভৈরব, বুধবার, ০৭ মার্চ ২০১৮:
ভৈরব পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার শাহী মসজিদ সংলগ্ন হতে জব্বার জুট মিলস অভিমুখী ১৪৫ মিটার দীর্ঘ পয়:নিস্কাষন ড্রেনের কাজ উদ্ধোধন করেন পৌর প্যানেল মো.আল আমিন।
৬ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় ভৈরব বাজার রমজান মিয়ার হাউলিতে এ কাজের উদ্ধোধন করা হয়।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩০ লাখ ৭ হাজার টাকা এ ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন, ১নং ওর্য়াড আওয়ামীলীগ নেতা রাজিব হালদার ,সমাজসেবক কামরুল উসলাম লিটন ,পৌরসভা প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌরসভা উপসহকারি প্রকৌশলী শাহজাহান মিয়া, সহকারি পৌর ইনঞ্জিনিয়ার তন্ময় কুমার দে, ঠিকাদার গোলাম কিবরিয়া রচি ,ঠিকাদার আরমান হোসেন চঞ্চল প্রমূখ ।
স্থানীয় বাসিন্দারা জানায় , র্দীর্ঘ দিনের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে । এ ড্রেন নির্মাণে ফলে এলাকার পয়:নিস্কাষনের সমস্যা দুর হবে ।এবং ্এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি পাবে ।