নরসিংদী প্রতিদিন ডেস্ক,শনিবার, ১০ মার্চ ২০১৮:
বাংলাদেশের ইতিহাসে টাইগারদের দুর্দান্ত জয়বাংলাদেশের ইতিহাসে টাইগারদের দুর্দান্ত জয়
ঘরের মাঠে টানা হারের পর শ্রীলঙ্কাতেও ছন্নছাড়া টাইগাররা। নিদহাস ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের দিয়ে সূচনা করে বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় তামিম-রিয়াদরা।
টস ফলাফল: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ।
ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত কুশাল মেন্ডিস ও কুশাল পেরেরা ব্যাটিং তান্ডবে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২১৪/৬ (২০ ওভার),কুশাল মেন্ডিস ৩০ বলে ৫৭(আউট) এবং কুশাল পেরেরা ৪৮ বলে ৭৪ রান করেন (আউট)।
শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ, মুস্তাফিজ ৩ টি উইকেট নেন। তারপর ১৪ ওভারের সময় মাহমুদুল্লাহ পর পর ২ উইকেট নেন। ১৫ ওভারের তাসকিন আঘাত হানেন। বাংলাদেশকে জয় পেতে হলে ২১৫ রান করতে হবে।
জয়ের উদ্দেশ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় ২১৫/৫ (১৯.৪ ওভার), লিটন দাস ৫ টি ছয় এবং ২ টি চারের মারে শেষ পর্যন্ত ১৯ বলে ৪৩ রান করেন।১ টি ছয় এবং ৪ টি চারের মারে তামিম ২৯ বলে ৪৭ রান করেন।সৌম্য ২২ বলে ২৪ রান করে আউট হন। মুশফিক ৩৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেটে দুর্দান্ত জয় পায় টাইগাররা।
আজকের ম্যাচে কিছুটা পরিবর্তন এসেছে । স্পিনে নাজমুল ইসলাম অপুর সাথে মেহেদি হাসান মিরাজ খেলছে।
আজও উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে দেখা মিলবে সৌম্য সরকারের। তিন নন্বর নিয়ে আগে শঙ্কা থাকলেও আজ তিনে নামবেন গত ম্যাচে সর্বোচ্চ স্কোরার লিটন দাস।
আজকের ম্যাচটি শ্রীলঙ্কারও দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে নিজেদের চাঙা ও আত্মবিশ্বাসী করে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিলেই সিরিজের ফাইনাল কিছুটা নিশ্চিত হয়ে যাবে লঙ্কানদের।
অপরদিকে আজ যদি নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে হারে তবে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে অনেকটা ছিটকে যাবে বাংলাদেশ। তাই নিজেদের শতভাগ দিয়ে খেলতে হবে বাংলাদেশের।
একনজরে আজকের চূড়ান্ত একাদশ- বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা দলের একাদশ:গুনাথিলকা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, চান্দিমাল (অধিনায়ক), উপুল থারঙ্গা, শানাকা, থিসারা পেরেরা, জিভান ম্যাডিস, আকিলা ধানঞ্জয়, দুসমান্থা চামিরা , প্রদিপ ।