খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন: মুক্তিযোদ্ধা ও অসহায় গরীব দুঃখীদের পাশে থেকে সর্বাত্মক কাজ করার প্রত্যয় নিয়ে, নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল,উপ-পরিচালক, স্থানীয় সরকার,ড. এ. টি. এম. মাহবুব-উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় সুশীল সমাজের ব্যক্তিবর্গরা বিভিন্ন মতামত পেশ করেন। সেই সাথে সুশীল সমাজের প্রতি সর্বাত্মক সহযোগিতায়া করার জন্য আহ্বান জানান নবগত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।