নরসিংদী প্রতিদিন: নরসিংদীর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ফারহানা কাউনাইনকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৪ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্য্যালয়ে নরসিংদীর যুগান্তর স্বজন সমাবেশ এর কমিটির উদ্যোগে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন, স্বজন সভাপতি আসাদোজ্জামান খোকন, সহ-সভাপতি সরকার সগির আহাম্মেদ, রতন দাস, সাধারন সম্পাদক লক্ষন বর্মন, সাবেক সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সুমন চন্দ্র সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, পাঠচক্র সম্পাদক হান্নান সরকার হানি।