লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন: নরসিংদীতে মাধবদীর পাঁচদোনায় ক্রোমা টেক্স নামে একটি ডাইং ফিনিসিং ও ট্রেক্সটাইল মিলে কারখানার পানি শোধনাগারে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে ফায়ার সাভির্স এর একটি ডুবুরী দল এসে বিকেলে সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত বাছির মিয়া (১৮) চাপাই নবাবঞ্জ জেলার আছিপুর থানার কানসাটরে তাজিম মিয়ার ছেলে। নিহত বাছির ক্রোমা টেক্স এর নির্মানাধিন একটি বিল্ডিং রাজ মিস্ত্রির কাজ করতো। কোম্পানির লোকেদের গাফিলতির কারনে এ ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
নিহতর স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত বাছির বেশ কয়েক মাস যাবত ক্রোমা টেক্স মিলে রাজ মিস্ত্রির কাজ করে আসছিল। বৃহস্প্রতিবার বেলা ১২টার দিকে নিহত বাছির লিফটের পাশে কাজ করার অবস্থায় তার হাত পিছলে পানি শোধনাগার (ইটিপি প্লাটের) ভিতর পড়ে যায়। পরে কারখানায় শ্রমিকরা তাকে খোজার চেষ্টা করে। কিন্তু পানিতে অতিরিক্ত ময়লা আর গ্যাস থাকার কারন তারা তাকে খোজ বের করতে পারেনি। পরে নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু অতিরিক্ত বিশাক্ত গ্যাসের কারনে ফায়ার সার্ভিসের লোকজন কোন কাজ করতে পারেনি।
পরে ডুবুরী দলকে খবর দেওয়া হয়। নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর বিকেলে ঢাকা থেকে ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে বিকেল সাড় ৫টার দিকে নিহত শ্রমীকের মরদেহ উদ্ধার করে।
নিহতের খালো উজ্জ্বল মিয়া বলেন, লিফটের কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষনিক ফায়ার সাভির্সকে খবর দেয়নি। ঘটনার দেড় ঘন্টার পর তারা ফায়ার সাভির্সকে খবর দেয়। কর্তৃপক্ষের অবহেলায় তার জীবন চলে যায়। তিনি আরো বলেন, গত ২ মাস যাবত কোম্পানি থেকে তাদের কোন পারিশ্রমিক দেওয়া হচ্ছিল না। তারা বাড়ি থেকে ফোন করে টাকা এনে নিজদের খাবার খরচ চালাছিল।
ক্রোমা টেক্সর ম্যানেজার শাহীন সারায়ার বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে ইটিপি প্লাট পড়েছে না অন্য কোন ভাবে পড়েছে তা আমরা জানিনা। তারপরও আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা উদ্ধার করতে না পেরে ঢাকায় ডুবরী দলক খবর দিলে তারা এসে তার মরদেহ উদ্ধার করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী জানান, প্রাথমিক অবস্া য় আমরা পরিদর্শন করি। ক্যামিকেলের পানি থাকায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসি। দীর্ঘ ২ ঘটা চেষ্টা করে তার লাশ উদ্ধার করি।
ক্রোমা টেক্সর ম্যানেজার শাহীন সারায়ার বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে ইটিপি প্লাট পড়েছে না অন্য কোন ভাবে পড়েছে তা আমরা জানিনা। তারপরও আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা উদ্ধার করতে না পেরে ঢাকায় ডুবরী দলক খবর দিলে তারা এসে তার মরদেহ উদ্ধার করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী জানান, প্রাথমিক অবস্া য় আমরা পরিদর্শন করি। ক্যামিকেলের পানি থাকায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসি। দীর্ঘ ২ ঘটা চেষ্টা করে তার লাশ উদ্ধার করি।