নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার, ১৬ মার্চ ২০১৮:
নারায়ণগঞ্জের আড়াইজার উপজেলায় চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা একই উপজেলার নয়নাবাদ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো: জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ (২২)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ১৫ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তাহেরুল ইসলাম ফোর্স নিয়ে শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেন।
তিনি জানান, ওই ব্যক্তিরা সিন্ডিকেট করে বিদেশ থেকে চোরাচালানেরর মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। ৪শ’ ৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।