নিজস্ব প্রতিবেদক, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল হিরু (বীরপ্রতিক) এমপি বলেছেন, যুগে যুগে দেশের ক্লান্তি লগ্নে সব সময় ছাত্ররাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্র সমাজ এগিয়ে না আসলে ৫২’র ভাষা আন্দোলন,৬৯’র গণভুত্থান এবং ৭১’র মুক্তিযোদ্ধে বাঙ্গালী জাতির জয় নিশ্চিত হতোনা। ছাত্ররাই এদেশের মূল চালিকা শক্তি। তিনি ১৬ মার্চ শুক্রবার বিকেলে নরসিংদী সরকারী কলেজ মাঠে নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশে নরসিংদী সরকারি কলেজ মাঠে নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র মো: কামরুজ্জামান কামরুল।
কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মানছুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্ছু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিনিত হবে। বর্তমান সরকারের ৯ বছরের শাসন আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ আজ উন্নয়নের রোড় মডেল হিসেবে পুরো বিশ^ব্যাপী পরিচিতি লাভ করেছে। মন্ত্রী বর্তমান সরকারের এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য সকলের প্রতি আহবান জানান।