নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শনিবার, ১৭ মার্চ ২০১৮:
বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় আরও দুই ডিবি পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক। বরখাস্তরা হলেন বরিশাল মহানগরের গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল রহিম এবং রাসেল। এর আগে কনস্টেবল মাসুদুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।
ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে তদন্তে সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় গুরুতর অপরাধ করার প্রমাণ পাওয়া গেছে। তবে বাকি পাঁচজনকেও ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি পাওয়া গেছে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্তরা হলেন মহানগর ডিবি পুলিশের এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার হোসেন এবং কনস্টেবল মাসুদুল হক, রাসেল, হাসান, রহিম ও সাইফুল ইসলাম।