নরসিংদী প্রতিদিন, সোমবার, ১৯ মার্চ ২০১৮: পলাশ উপজেলার ঘোড়াশাল, জিনারদী রেলওয়ে ষ্টেশন এলাকায় থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ মার্চ রবিবার সকালে ঘোড়াশাল ও জিনারদী রেল স্টেশনের অদূরে রেল লাইনের পাশ থেকে পুলিশ ২ যুবকের মরদেহ উদ্ধার করেন। পুলিশের ধারনা ট্রেন থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু ঘটনা ঘটতে পারে।
রেলওয়ের ওয়েম্যান (খালাশি) সানোয়ার কবীর জানান, রেলের ডিউটিরত অবস্থায় রবিবার সকাল ৯ টার দিকে স্টেশনের উত্তর দিকে ঘোড়াশাল ও জিনারদী রেলওয়ে এলাকায় রেল লাইনের পাশে মরদেহ ২টি পড়ে থাকতে দেখতে পান।এরপর বিষয়টি স্থানীয় লোকজন রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। এদিকে সংবাদ পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ ২ টি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, যুবক দুইটির পরিচয় পাওয়া যায়নি।তবে তার বয়স আনুমানিক ২৪ ও ১৮ বছর। তাদের শরীরে জিন্স প্যান্ট, সাদা সার্ট ছিল।
তার মুখমন্ডল ক্ষতবিক্ষত রক্তমাখা ছিল।পুলিশের ধারনা ট্রেন থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। নরসিংদী রেলওয়ে পুলিশ আবুল হাসেম জানায়, বিষযটি নরসিংদী রেলওয়ে থানায় জানানো হলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। নরসিংদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে