প্রবাসী ডেস্ক,নরসিংদী প্রতিদন, রবিবার, ১৮ মার্চ ২০১৮:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার আলগাছিম প্রদেশে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন- মাগুরার শালিখা উপজেলার মসাখালী কতবাগ গ্রামের হাফিজুর মুন্সির ছেলে মনজুর হোসেন (৪০) ও চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার কালিহাইস গ্রামের আব্দুল বারেকের ছেলে সাফনুর ইসলাম (৩৭)। নিহত অপর বাংলাদেশির নাম মোহাম্মদ ইসলাম (৩৫) এবং পিতা সিরাজুল ইসলাম বলে তার সৌদি পরিচয় পত্রে পাওয়া গেছে। নিহত আরেকজন সৌদির নাগরিক।
আহত বাংলাদেশি হলেন- সিলেটের জালালাবাদের মো. ছামছু। সে রিয়াদের সিমেছি কিং ফাহাদ মেডিকেল সিটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মনজুর হোসেনের নিকট আত্মীয় কাউসার আহমেদ ও আনিছ খান জানিয়েছেন মধ্য রাতে রিয়াদ থেকে সাগরা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
তাদের লাশ উদ্ধার করে সাগরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম কাউন্সিলর সরওয়ার আলম।