নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,২০ মার্চ ২০১৮: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিবস্ত্র অবস্থায় এক লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় অজ্ঞাত এ নারী(৪০) এর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,মাধবদী শহরের নরসিংদী টু মদনগঞ্জ সাবেক রেল সড়কের পশ্চিম পাশে কোতালীরচর এলাকায় একটি নির্মাণাধীন মিলের পিলারের সাথে ঝুলতে দেখা যায় এ নারীকে। তার গাঁয়ে কোন বস্ত্র ছিল না, পরে এক মহিলা ওড়না দিয়ে শরীর ঢেকে দেয়। তারপর মাধবদী থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা আরো জানান,ঘটনাস্থলে ঝুলন্ত লাশের একটু অদুরে ট্রিফিন বক্স,ছেড়া ব্লাউজ পরে থাকতে দেখা গেছে, ধারনা করা হচ্ছে এ নারীকে নির্যাতনের পর ঝুলিয়ে হত্যা করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াস জানান, স্থানীয় লোকজনের খবর পেয়ে অজ্ঞাত এ মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঝুলন্ত অবস্থায় তার জিহ্বা বাহিরে ছিল ও নাকে মূখে রক্ত ছিল। তিনি আরো জানান নারীর দেহ আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্ত শেষে জানা যাবে এ মৃত্যুর রহস্য।