স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শনিবার,২৪ মার্চ ২০১৮: মেসিকে ছাড়াও আর্জেন্টিনা যে শক্তিশালী সেটি প্রমাণ করলো সাম্পাওলির দল। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারালো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলে ইতালি। অন্যদিকে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক গোল করেন সেভিয়ার ফুটবলার এভার বানেগা। অন্য গোলটি করেন লানজিনি। তবে চোটের কারণে মাঠে নামেননি লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বুফনকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন এভার বানেগা। এরপর ৮৫ মিনিটে আবারও আর্জেন্টিনার গোল। বলের যোগানদাতা হিগুয়াইন। দুর্দান্ত এই জয়ে বিশ্বকাপে আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে গেল আর্জেন্টিনা।