খন্দকার শাহিন*
নরসিংদী প্রতিদিন,রবিবার,২৫ মার্চ ২০১৮: নরসিংদী জেলার অনুর্ধ্ব ১৮ দলের কৃতি ক্রিকেটার সোলেমান স্মরণে প্রীতি ম্যাচ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৩ মার্চ টঙ্গির প্রত্যাশা মাঠে বাংলাদেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ক্রিকেটখোর ব্যাটেলিয়ন’র আয়োজনে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে এ ম্যাচে অংশগ্রহণ করেন ক্রিকেটখোর ব্যাটেলিয়ন বনাম ক্রিকেটখোর রেজিমেন্ট একাদশ। খেলার শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে ক্রিকেটখোর ব্যাটেলিয়ন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তারা ১৫০ রান সংগ্রহ করেন। পরে ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নামে ক্রিকেটখোর রেজিমেন্ট। অবশেষে ১৭ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয় লাভ করে ক্রিকেটখোর রেজিমেন্ট। এতে ব্যাক্তিগত ৬০ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাদ্দাম হোসেন সেলিম।
উল্লেখ্য, নরসিংদী অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান ক্রিকেটার,”সোলেমান হোসেন” ক্যারিয়ার জীবনের শুরুতেই এক বছর আগে হারিয়েছিলো বাবাকে। ক্রিকেটার হবার স্বপ্নের বীজটা বাবাই পুঁতে দিয়ে গিয়েছিলেন তার মনের মাঝে, সাথে মায়ের পূর্ণ স্বাধীনতা আশা দেখাচ্ছিলো তাকে ভবিষ্যতের মাশরাফী-রুবেল হবার। দুর্ধর্ষ পেস বোলার সোলেমান।
সে অনূর্ধ্ব-১৪ লেভেলে অভিষেকের পর এক এক করে সফলতার ধাপ পার হয়ে যখনই প্রস্তুতি নিচ্ছিলো নরসিংদী অনূর্ধ্ব-১৮ দলের হয়ে মাঠ কাঁপানোর, ঠিক তখনই হঠাৎ ইনজুরি নিয়ে ডাক্তারের কাছে যাবার পর জানতে পারে দুরারোগ্য বোনম্যারো ক্যান্সার তার শরীরে বাসা বাঁধে। পরিশেষে দেশ বিদেশের সকলে চেষ্টাকে ব্যর্থ করে গত ৭ মার্চ ভারতের একটি হাসপাতালে সবাইকে কাদিয়ে ‘না ফেরার দেশে চলে যায়’ সোলেমান হোসেন।