আন্তর্জাতিক ডেস্ক,নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮:
অবশেষে স্ত্রীর ভুলে জনগণের কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। স্ত্রী একিই’র বিরুদ্ধে জমি সংক্রান্ত এক দুর্নীতির অভিযোগে গত রবিবার দলের বার্ষিক সম্মেলনে দেয়া এক ভাষণে দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়ে আবে বলেন, ‘সরকারপ্রধান হিসেবে আমি করজোড়ে এর দায় নিচ্ছি এবং জনগণের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, সরকারি জমি কম দামে একটি স্কুলের কাছে বিক্রির ঘটনায় আবের স্ত্রী একিই প্রভাব বিস্তার করেন। এর পর গেল বছরের ফেব্রুয়ারিতে আবের স্ত্রী একিই’র বিরুদ্ধে সরকারি জমি বিক্রির নথি নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে।
ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে, একিই একটি প্রাইমারি স্কুলের মালিককে কম দামে জমি পেতে সাহায্য করেছিলেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জাপানের বিক্ষুব্দ জনগণ প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের দাবি তুলেছ। দলের বার্ষিক সম্মেলনে আবের বক্তৃতা চলাকালেও সম্মেলন কেন্দ্রের বাইরে উপস্থিত জনতা বিভিন্ন শ্লোগান দেয়।
তবে স্ত্রীর কারণে সৃষ্ট এ সমস্যা প্রশাসনের ওপর দেশটির জনগণের আস্থার সংকট তৈরি হবে বলেও মনে করেন আবে।
পদত্যাগের কোনও ইঙ্গিত না দিলেও আবে তার ভাষণে জমি সংক্রান্ত এ অভিযোগের বিষয়টি আরও সুষ্পষ্ট তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।