এ,আর কামাল শেখ*
নরসিংদী প্রতিদিন, সোমবার, ২৬ মার্চ ২০১৮: আড়াইহাজারে সুর্যোদয়ের পরপরই মুক্তি যুদ্ধ ভবনের সামেনে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু,উপজেলা আ’মীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান,জেলা আ’মীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র প্রার্থী সুন্দর আলী,উপজেলা আ’মীলীগের সাধারণ সম্পাদক এড,আব্দুল রশীদ,যুবলীগ সভাপতি আহমেদ কবির উজ্জল,সাধারন সম্পাদক রেজাউল করিম,ছাত্রলীগ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আছলাম পাঠান,তরুণলীগ সভাপতি এইচ এম জাকির হোসেন,সাধারণ সম্পাদক তবারক মিয়া, ও উপজেলা আ’মীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু। এছাড়া নানা শ্রেণিপেশার মানুষেরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এর আগে রাত ১২টায় মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পোড়া লাশ, ঘরবাড়ি এবং জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল একাত্তরের এদিনে। ভীতবিহŸল মানুষ দেখল লাশ ও ঘরবাড়ি পোড়া ভোর। সারি সারি স্বজনের মৃতদেহ। আকাশে কুন্ডালী পাকিয়ে উঠছে ধোঁয়া। পুড়ছে স্বাধীন বাংলার মানচিত্র আঁকা লাল সবুজ পতাকা। জ্বলে উঠল মুক্তিকামী মানুষের চোখ, গড়ল প্রতিরোধ। মৃত্যুভয় তুচ্ছ করে ‘জয় বাংলা’ তীব্র শ্লোগান তুলে ট্যাংকের সামনে এগিয়ে দিল সাহসী বুক।
আজ থেকে ৪৭ বছর আগের ঠিক এমনি এক ভোররাতে পাক হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ডাকে সাড়া দিয়ে জাতি ঝাঁপিয়ে পড়ে পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত মুক্তির লক্ষ্য নিয়ে।
সাড়াদিন মুনঞ্জুর স্টডিয়াম মাঠে উপজেলার বিভন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী কালরাত্রির ঘটনা প্রদর্শনী করেন।