নরসিংদী প্রতিদিন ডেস্ক, সোমবার, ২৬ মার্চ ২০১৮:
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ মার্চ) সকাল ৭টায় পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জহিরুল হক খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।