ফেসবুক প্রতিদিন,মঙ্গলবার,২৭ মার্চ ২০১৮: শিল্প শহর নরসিংদীর মাধবদীতে আর এফ এল বেষ্ট বাই এর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে ফেসবুকে ভোক্তার ফেসবুকে পোস্ট করেছেন। সেই সাথে সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করেন। তাতে তোলপার সৃষ্টি হয় স্যোসাল পাড়ার:
মো: মাহমুদুল হাসান নামে এক ভোক্তা ২৬ মার্চ তার ফেসবুক স্ট্যাটার্সে লিখেছেন তা নিম্নে দেয়া হল:
মাধবদী আর এফ এল বেষ্ট বাই এর ডাকাতি!!সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করছি।
========================================
গতকাল মাধবদীর আরএফএল বেষ্টবাই থেকে স্কুলের বাচ্চাদের পুরস্কার দেয়ার জন্য ৮৫ টাকা মুল্যের কিছু টিফিন বক্স ক্রয় করি। আজ আরও কিছু বক্সের প্রয়োজনে গেলে তারা জানায় দাম বেড়েছে এখন এগুলো ৯০ টাকা দিতে হবে এবং দু এক দিন পরে নিতে হবে। আমাদের প্রয়োজন বেশি থাকায় বাহিরে থাকা একটি দোকানে খোঁজ করি। তারা একই বক্সে গায়ের দাম ৭০ টাকা এবং ৬৫ টাকা রাখতে পারবে বলে জানায়। এ ক্ষেত্রে মাধবদীর বেষ্টবাই অর্থাৎ শো রুম প্রতি বক্সে ২৫ টাকা বেশি দাবি করে।
প্রশ্ন ১) এ রকম দামের পার্থক্যের কারন কি?
প্রশ্ন ২) শো রুম এমন কাজ করলে কোম্পানির প্রতি মানুষের আস্থা থাকবে?
প্রশ্ন ৩) একজন ভোক্তা হিসেবে এ মুহুর্তে আমার করনীয় কি?