বাইজিদ আহাম্মেদ*
,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮:
পলাশ উপজেলায় যথাযগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা শুরু হয়। পরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে এক কুঁচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। এসময় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন পলাশের সাবেক সাংসদ আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশ উপজেলা চেয়াম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরীফুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) মো: মতিউর রহমান প্রমুখ। অপরদিকে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।