শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিদিন, বুধবার, ২৮ মার্চ ২০১৮: ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে নরসিংদী আইডিয়াল স্কুলে গিয়ে শেষ হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মাসুদুল হক, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, নরসিংদী ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির। প্রধান অতিথি মেলার উদ্বোধন শেষে আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য: এবার ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হওয়ায় ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল স্থান পায়।